বিগত তিনটি সংখ্যা পরে আবার এই বিভাগ প্রকাশিত হ'ল... কারণ একটাই--- বছরে ১২টি সঠিক মানের শর্ট ফিল্ম পাওয়া খুব কঠিন, আমরা চাইছি আপনাদের সামনে উল্লেখযোগ্য কিছু ছবি তুলে ধরতে, তা নতুন হোক বা দেখা বহু পরিচিত ক্লাসিক কিছু... তা নিয়ে এখানে আলোচনা হ'লে অনেক নতুন দিক খুলে যেতে পারে বলেই আমার বিশ্বাস... আপনারা কী বলেন?

বর্ত্মান সংখ্যা থেকে মৃগাঙ্ক শেখর গাঙ্গুলী এই বিভাগের সহ সম্পাদক হিসাবে যুক্ত হলেন... মৃগাঙ্ক অত্যন্ত গুনী ও নিষ্ঠাবান একটি ছেলে... নিজে নিয়মিত ছবি বানায়... ওর খুব ভালো একটি কাজ ইতিমধ্যেই এখানে প্রকাশিত হয়েছে... প্যাপাজেনো ওর-ই নির্বাচন এই সংখ্যার জন্য... মৃগাঙ্ক বলেছে ও প্রতি সংখ্যায় আমাদের ভালো কিছু ছবি দেখাবে... মৃগাঙ্ক-কে iদুয়েন্দে-তে সুস্বাগতম!

PAPAGENO_1935