SAMBIT BASU
8/18/2012 03:20:37 am

আমার দেশ, আমার স্বাধীনতা, আমার লাফালাফি- এই যে এতগুলো ‘আমার’ বললাম আমাকে ভেবে বার করতে হবে ঠিক কোনটা আমার? আমি লাফালে যে নেমে আসব সেটা কোথায়? আমার পা রাখার জায়গাটা কি আমার জন্য মজুত করা রয়েছে? মানে আমি বলতে চাইছি না যে জায়গাটা আমার কেনা, ... আমি আসলে বলতে চাইছি, আমরা কি সচেতন? নিদেনপক্ষে আমাদের পা রাখার অবস্থানটুকু সম্পর্কেও? স্বাধীনতা বিষয়টা অনেক বড়ো। ব্যাপ্ত। আমি শুরু করলাম সচেতনতা থেকে। সেই টাইম সেন্স থেকে আমি শুরু করতে পারলাম না কারণ দেশীয় স্বাধীনতার দিনটাই নেই আমার ভিতর। আমার কাছে কিছু আচার রয়ে গেছে। কিছু ফুলমিষ্টিঘুড়িপতাকা হয়ে গেছে ২০০ বছরের রক্তর এক্সটেনশন।

Reply



Leave a Reply.