'iদুয়েন্দে' দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হ'ল। প্রথম সংখ্যাতেই প্রতিক্রিয়া যথেষ্ট ভালোই। সকলকে ধন্যাবাদ। প্রথম সংখ্যা প্রকাশের পর তৃতীয় দিনে ৭৩৮ বার এই ওয়েব সাইট খোলা হয়েছিলো! সংখ্যাটা কম নয়। কিন্তু সেই তুলনায় comment কম। জানিনা কেন সবাই প্রতিক্রিয়া দিতে দ্বিধা করছেন। সকলকে অনুরোধ দ্বিধা করবেন না। খোলাখুলি মন্তব্য করুণ। আগের বার কিছু সমস্যা হয়েছহিলো বটে কিন্তু ওসব কিছু নয়। আসলে সমালোচনা সবসময় স্বাগত। কিন্তু আমরা যেন শালীনতা বজায় রাখতে ভুলে না যাই। অন্যের সৃষ্ট শিল্প অনেক সময় আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু যেন তাতে তাঁর প্রতি শ্রদ্ধা হারিয়ে আমরা অশালীন ভাষায় নিন্দা ক'রে না বসি, এইটুকু অনুরোধ। সকলকে অভিনন্দন! আর আবারো অনুরোধ comment রাখুন। আপনাদের গঠন মূলক সমালোচনা পেলে শিল্পী ও সম্পাদক উপকৃত হবে।

 

 iDUENDE (oct2011)          POETRY                         VOL-1 YEAR-1

iদুয়েন্দে প্রথম সংখ্যা প্রকাশিত হ'ল। মোট পনেরোটি কবিতা রাখা হ'ল। ১৫টি ক'রেই থাকবে প্রতি সংখ্যায়। যাতে আলোচনার সুযোগ বাড়ে। স্বাভাবিক ভাবেই এক ঝাঁক তরুণের ভিড়। একমাত্র সঞ্জয় বাবু বয়সে একটু বড়ো। তাতে কী এসে যায়। আমাদের কোনও ছুত মার্গ নেই। শুধু ভালো কবিতা ছাড়া। সকলেই লিখবেন এখানে। মনের আনন্দে লেখা পাঠান সমালোচনা করুন। তবে তরুন ও তরুন তম দের ভিড় একটু বেশি থাকবে বলাই বাহুল্য!